Sagnik kobita Birendra Chattopardhyay সাগ্নিক – বীরেন্দ্র চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Sagnik kobita lyrics Birendra Chattopardhyay সাগ্নিক - বীরেন্দ্র চট্টোপাধ্যায়

 

অস্থির হয়ো না;

শুধু, প্রস্তুত হও!

 

এখন কান আর চোখ

খোলা রেখে

অনেক কিছু দেখে যাওয়ার সময়।

 

এ সময়ে

স্থির থাকতে না পারার

মানেই হল, আগুনে ঝাঁপ দেওয়া।

 

তোমার কাজ

আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়–

আগুনকে ব্যবহার করতে শেখা।

 

অস্থির হয়ো না,

শুধু প্রস্তুত হও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।