সার্থক রজনী কবিতা জসীমউদ্দীন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

সার্থক রজনী কবিতা জসীমউদ্দীন Sarthok Rojoni Kobita Jashim Uddin

 

আজকে রাতরে যাইতে দেব না, শুধু শুধু কথা কয়ে,

তারা ফুটাইব, হাসি ছড়াইব আঁধারের লোকালয়ে।

গোলাপী ঠোঁটের কৌটায় করে রাখিব রাতেরে ভরি,

তোমার দু-খানি রঙিন বাহুর বাঁধনে তাহারে ধরি।

আজকের রাত শুধু আজকের-যত ভাল ভাল কথা,

কয়ে আর কয়ে ফুটাইব তাতে যত স্বপনের লতা!

 

আজকের রাত, মেরু কুহেলির এক ফোঁটা সরু চাঁদ,

আজের রাত-শত নিরাশার একটি পূরিত সাধ।

আজের রাতেরে জড়ায়ে রাখিব তোমার সোনার গায়,

আজকের রাতেরে দোলায় দোলাব তবনিশ্বাস বায়।

 

আজকের রাতে কথা কব আমি-যত ভাল ভাল কথা,

কথার ফুলেতে সাজাইয়া দেব তোমার দেহের লতা!

কথায় কথায় উড়ে যাব আমি, ছড়াইয়া যাব আর,

মরে যাব আমি নিঃশেষ হয়ে বিস্মৃতি পারাবার।

 

দিবসে যা হয় হইবে তখন, রাতের পেয়ালা ভরি,

দেহ-মদিরার সোনালী পানীয় উথলি যাইবে পড়ি।

আজকের রাতে বল, ভালবাসি বল বল তুমি মোর,

না হয় ভুলিও যখন হইবে তোমার রজনী ভোর-

আমার রজনী ভোর হবেনাক, এ রাত জহর-জাম,

পান করে আমি শেষ-নাহি-হওয়া নিদ্রা যে লভিলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)