শেকল বাঁধার গান – শঙ্খ ঘোষ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ছিটকিনি খুলে অক্ষরগুলি বেরিয়ে পড়েছে পথে আজ সারারাত বেলেল্লা নাচ হবে

কানায় কানায় উপচে পড়ছে আপ্লুত আহ্লাদ

জানলা দিয়ে দেখি

শেকল গড়িয়ে আসছে পায়ে পায়ে বেঁধে নিচ্ছে তালবেতাল টান

শপাং শব্দে ঢেউ উঠছে ঢেউ উঠছে ছত্রিশ ব্যঞ্জনে

অঙ্কশায়ী স্বরধ্বনিগুলি

বলছে এ কী মুক্তি এ কী স্বাধীন সংগৎ এ কী সুখ তন্দ্রাহারা

জানলা দিয়ে দেখি কে নাচায় কে নাচে কার ঝনৎকার নাচে

 

শপাং শব্দে ঢেউ উঠছে খোলা পথে দিগবিদিকে উছলে উঠছে গা

এ কী মুক্তি এ কী সুখ

কার হাতে চাবুক সেটা দেখা যায় না শুধু

নরম চামড়ার শব্দ চামড়ায় চামড়ায় শব্দ শীৎকারে আতুর

ছত্রিশ ব্যঞ্জন আর অঙ্কশায়ী স্বরধ্বনিগুলি

পায়ের শেকলে আনছে ঝনৎকার স্বাধীন থৈ থৈ তা তা থৈ

চারদিকে সোর ওঠে আরে ভাই কেয়াবাৎ কামাল কর দিয়া

ছিটকিনিও নেচে ওঠে উড়ে যায় খিল আর সারারাত জানলা দিয়ে দেখি

 

কার হাতে চাবুক সেটা দেখা যায় না শোনা যায় কেয়াবাৎ শুধু

তারাগুলি মুদ্রা হয়ে ঝরে পড়বে বলে যেন লেগে থাকে আকাশের গায়ে

কানায় কানায় উপচে পড়া

শেকলের ঝনৎকার খোলা পথে বেজে ওঠে পায়ে পায়ে থৈ তা তা থৈ

সবুজ কপিশ লালে স্বরে ও ব্যঞ্জনে

নিজেরই আহ্লাদ ভেবে নেচে ওঠে ছিটকিনি বা খিল

 

কার হাতে চাবুক সেটা দেখা যায় না শোনা যায় জানলা দিয়ে দেখি

শপাং শব্দে ঢেউ উঠছে স্বাধীন সংগৎ এ কী মুক্তি এ কী সুখ তন্দ্রাহারা

 

ছিটকিনি খুলে অক্ষরগুলি বেরিয়ে পড়েছে পথে আজ সারারাত বেলেল্লা নাচ হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।