সোনালি বৃত্তে (কবিতা) – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

সোনালি বৃত্তে (কবিতা) - নীরেন্দ্রনাথ চক্রবর্তী Solali britte poem Narendranath Chakraborty

 

একটুখানি কাছে এসেই দূরে যায়

নোয়ানো এই ডালের ‘পরে

               একটু বসেই উড়ে যায়।

এই তো আমার বিকেলবেলার পাখি।

সোনালি এই আলোর বৃত্তে

               থেমে থাকি,

অশথ গাছের কচি পাতায় হাওয়ার নৃত্যে

               দৃষ্টি রাখি।

একটু থামি, একটু দাঁড়াই,

               একটু ঘুরে আসি আবার।

কখন যে সেই দূরে যাবার

সময় হবে, জানি না তা।

রৌদ্রে ওড়ে পাখি, কাঁপে অশথগাছের কচি পাতা।

দুপুরবেলার দৃশ্য নদী হারিয়ে যায় বারে বারে

সন্ধ্যাবেলার অন্ধকারে।

তবু আবার

সময় আসে নদীর স্বপ্নে ফিরে যাবার।

নদীও যে পাখির মতোই, কাছের থেকে দূরে যায়,

মনের কাছে বাঁক নিয়ে সে ঘুরে যায়।

একটুখানি এগিয়ে তাই আলোর বৃত্তে

               থেমে থাকি,

অশথখানি কচি পাতায় হাওয়ার নৃত্যে

               দৃষ্টি রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।