Shima kobita Sudhasatta Basu সীমা – শুদ্ধসত্ব বসু
আমাকে নামিয়ে দাও এখানে, বিকেলে আমাকে নিও না আর অনির্দিষ্ট উত্তাল উজানে, সমুদ্র কাছেই হবে, কিছু দূর গেলে এমনি আঁকড়ে ধরবে তরঙ্গে-কল্লোলে-গানে, আমি তার থেকে মুক্তি পাব না কখনো ; তার চেয়ে এখানে নামিয়ে দাও, এই নদী বহুক চিরটা কাল…