শুদ্ধসত্ত্ব বসু

Shima kobita Sudhasatta Basu : সীমা – শুদ্ধসত্ব বসু

আমাকে নামিয়ে দাও এখানে, বিকেলেআমাকে নিও না আর অনির্দিষ্ট উত্তাল উজানে,সমুদ্র কাছেই হবে, কিছু দূর গেলেএমনি আঁকড়ে ধরবে তরঙ্গে-কল্লোলে-গানে,আমি তার থেকে মুক্তি পাব না কখনো ;তার চেয়ে এখানে নামিয়ে দাও, এই নদীবহুক চিরটা কাল ধমনীতে। শোনো,-অসীম থাকনা দূরে, নাগালের অনেক…

Read MoreShima kobita Sudhasatta Basu : সীমা – শুদ্ধসত্ব বসু

Aditei acho tumi kobita : আদিতেই আছো তুমি – শুদ্ধসত্ব বসু

আদিতেই আছো তুমি, আছো তুমি অন্তিমে অপারধরতে গেলে জীবনের প্রতিপর্বে, হাতে খড়ি থেকেঅ, আ, ক, খ, কর, খল, ঘট, পট, – এক পাশে রেখেজল পড়ে, পাতা নড়ে – মন্ত্রগুলি কানে এলে আরকি এক রহস্য বাজে প্রকৃতিকে দেখা ও শোনার !আমরা…

Read MoreAditei acho tumi kobita : আদিতেই আছো তুমি – শুদ্ধসত্ব বসু

Chaya sorir kobita Sudhasatta Basu : ছায়াশরীর – শুদ্ধসত্ব বসু

এখনো অস্পষ্ট তোমার মুখ         চারিদিকে শুধু ছায়াশরীরের ভীড়কুয়াসার বাগান ঘিরে          উঁকি ঝুঁকি দিয়ে যায় কখনো জোনাকী তোমার মুখের প্রতিটি বিন্দু ধরে ধরে         আমি পেয়েছি কত দীর্ঘ পথ       …

Read MoreChaya sorir kobita Sudhasatta Basu : ছায়াশরীর – শুদ্ধসত্ব বসু

Nodi o nari kobita lyrics : নদী ও নারী – শুদ্ধসত্ত্ব বসু

 নদী পর্যন্ত আসারই অধিকার, পরম অভয় এই; তারপরই অনিশ্চিত উদ্বেল জল। কখনাে কখনাে মদিব সােহাগ জাগে, কখনাে বা বালিয়াড়ি ভরে, কখনাে তটের জল নিয়ে যায় দূরে – শােকাহত প্রেমিকার মতাে প্রার্থিত বিস্ময়ে জলের রেখায় ভাসে হৃদয়ে অনুচ্চার কথা ।  অন্তরে আকুতি নিয়ে কি দুর্বার টানে নদী পর্যন্তই…

Read MoreNodi o nari kobita lyrics : নদী ও নারী – শুদ্ধসত্ত্ব বসু

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)