Chaya sorir kobita Sudhasatta Basu ছায়াশরীর – শুদ্ধসত্ব বসু
এখনো অস্পষ্ট তোমার মুখ
চারিদিকে শুধু ছায়াশরীরের ভীড়
কুয়াসার বাগান ঘিরে
উঁকি ঝুঁকি দিয়ে যায় কখনো জোনাকী
তোমার মুখের প্রতিটি বিন্দু ধরে ধরে
আমি পেয়েছি কত দীর্ঘ পথ
কত এলোমেলো স্রোত
স্রোত ভেঙে তুলে এনেছি
রহস্য আলো …
ছায়াশরীর, নাগপাশ, স্তব্ধতা
এখনো পরস্পরের খুব অচেনা নয়
শিকড়ের নিম্নমুখী টানে গাছেরা
আজও আলোকমুখী