
গোলাপের কাঁটা (কাঁটার আড়ালে ক্ষতবিক্ষত) – অসীম সাহা
কাঁটার আড়ালে ক্ষতবিক্ষত। একটি বর্ণিল প্রজাপতি একা-একা উড়ে-উড়ে গাছের পাতার ওপরে গিয়ে বসলো। ডানা দুটো নড়তে লাগলো তার। মনে হলো, তার হৃদয়ের ভেতর ভয়ের সলতেগুলো মৃদু বাতাসে তিরতির করে কাঁপছে। এখন এই বাগানে প্রজাপতির জন্যেও কোনো নিরাপদ আশ্রয় নেই।…


