Tamoshik kobita Sunil Gangopadhyay তামসিক – সুনীল গঙ্গোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Tamoshik kobita Sunil Gangopadhyay তামসিক - সুনীল গঙ্গোপাধ্যায়

 

Bangla Kobita, Tamoshik written by Sunil Gangopadhyay বাংলা কবিতা, তামসিক লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়

 

পায়ের নিচে শুকনো বালি একটু খুঁড়লে জল

গভীরে যাও গভীরে যাও বুকের হলাহল

আলো চায় না, হাওয়া চায় না, স্তব্ধতার সুখ

দেখ জ্বলছে আকাশ ভরে, তবু ফেরাও মুখ

গভীরে যাও গভীরে যাও দু হাতে ধরে আঁধার

পায়ের নিচে বালি খুঁড়লে অতল পারাবার।

 

মৌমাছির চাক ভেঙেছি, আমার চোখে মুখে

উড়ে বসলো কয়েক হাজার, সমস্ত বিষ বুকে

জমছে এসে, জ্বলে উঠলো অসীম মরুভূমি

হা-হা শব্দে বালি পুড়ছে, যদি পারতে তুমি

ছড়িয়ে দিতে বুকের বিষ আশিরপদনখে

আমি যেতাম সমুদ্রতীর, ঝলসে উঠতো চোখে

তীব্র নীল বাঁচার স্বাদ,–অন্ধকার জলে

আমি হয়তো ডুবে যেতাম আলোর কৌতুহলে।

 

এ কি অবাধ হাওয়া বইছে বাসনা চঞ্চল

আলো চাইনি, হাওয়া চাইনি, বুকের হলাহল

নিচে টানছে অন্ধকারে, চোখ ঢাকছে আঁধার

হয়তো শুকনো বালি খুঁড়লে অতল পারাবার ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)