Tumi valo acho kobita poem lyrics তুমি ভালো আছো কবিতা – আবুল হাসান

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Tumi valo acho kobita poem lyrics তুমি ভালো আছো কবিতা - আবুল হাসান

 

Bengali Poem (Bangla Kobita), Tumi valo acho written by Abul Hasan বাংলা কবিতা, তুমি ভালো আছো লিখেছেন আবুল হাসান

 

হৃৎপিণ্ড থেকে দুটি দুঃখময় জাগরণ চোখের গোলকে এনে

দেখছি তোমাকে, তুমি ভালো আছো?

 

বুকের বাঁ পাশ থেকে কারুকার্য্যময় একটি দীর্ঘনিশ্বাস আমি

নিদ্রাহীন আত্মার উপর তুলে চোখ খুলে দেখছি তোমাকে তুমি

ভালো আছো?

বন্যা বিতাড়িত ভীত জলের প্লাবন খাওয়া মানুষের মতো আমি

দেখছি তোমাকে, তুমি ভালো আছো?

 

বাইরে বিবস্ত্র যুগ, হাহাকার, বাইরে তমসা

বাইরে বাগানে ওরা বসে আছে গোলাপের নামে সব অবগোলাপের দল!

বাইরে কোথাও কোনো মেঘ নেই, নষ্ট নির্মেঘ রাত্রি কাঁদছে

কুকুর!

নেবুর পাতার মতো নিদ্রাহীন আমার নির্জন বুকে বইছে

বাতাস!

মুহূর্তে কোথাও যেনো খুলে গেলো খুনের দরোজা; তুমি

ভালো আছো?

 

পৃথিবীতে আজ বড় অবিশ্বাস!

কখনো কান্নার কাছে মুখ নিয়ে মানুষ দেখিনি!

 

সৌর মাইল দূরে কান পেতে কম্পমান আত্মার ভিতরে আজ

অলৌকিক

দেখছি তোমাকে, তুমি ভালো আছো?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)