হনিমুনে বাঘ ডাকে – তুষার রায়
শাল পিয়ালের সঙ্গে জারুলে জটিল বন জ্যোৎস্না ও কুটির গন্ধে ভরা টিলা তোমার সিঁথির মতো বীথিপথে টানা ড্রাইভে এখানে এলাম মণিকা তোমায় নিয়ে হনিমুনে, মণি তুমি-তুমি একটু হেলাও গ্রীবা রেণু রেণু জমে-ওঠা ঘাম নেবো চুমি টপ গীয়ারেতে দ্যাখো স্টিয়ারিং ছেড়ে…