ভালোবাসা – মহাদেব সাহা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ভালোবাসা
- মহাদেব সাহা Valobasha kobita lyrics Mahadev Saha

 

ভালোবাসা তুমি এমনি সুদূর

স্বপ্নের চে’ও দূরে,

সুনীল সাগরে তোমাকে পাবে না

আকাশে ক্লান্ত উড়ে!

ভালোবাসা তুমি এমনি উধাও

এমনি কি অগোচর

তোমার ঠিকানা মানচিত্রের

উড়ন্ত ডাকঘর

সেও কি জানে না? এমনি নিখোঁজ

এমনি নিরুদ্দেশ

পাবে না তোমাকে মেধা ও মনন

কিংবা অভিনিবেশ?

তুমি কি তাহলে অদৃশ্য এতো

এতোই লোকোত্তর,

সব প্রশ্নের সম্মুখে তুমি

স্থবির এবং জড়?

ভালোবাসা তবে এমনি সুদূর

এমনি অলীক তুমি

এমনি স্বপ্ন? ছোঁওনি কি কভু

বাস্তবতার ভূমি?

তাই বা কীভাবে ভালোবাসা আমি

দেখেছি পরস্পর

ধুলো ও মাটিতে বেঁধেছো তোমার

নশ্বরতার ঘর!

ভালোবাসা, বলো, দেখিনি তোমাকে

সলজ্জ চঞ্চল,

মুগ্ধ মেঘের মতোই কখনো

কারো তৃষ্ণার জল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।