Vule jabo na kobita lyrics : ভুলে যাব না – সুভাষ মুখোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

চায়ের দোকান।
               তুমুল তর্কে
  
              চিড় খাচ্ছে টেবিল।
হঠাত আওয়াজ।
          
     মাটিতে পা;
    
           হাত আকাশে। মিছিল।
দৃষ্টি বদল।
    হাতে বেঁধেছ
        হাত। করেছ ঋণী!
ভুলে যাই নি।
    ভুলে যাব না
         জীবনে কোনোদিনই।।
পাড় ভাঙছে।
     ছইয়ের ভেতর
          আলো দুলছে। হাওয়া। 
সকাল বেলা
     ডাঙায় পৌঁছে
          বন্দরে চা খাওয়া।
গলা মিলিয়ে
     গেয়েছি গান_
          ‘মা আমার বন্দিনী’।
ভুলে যাই নি।
    ভুলে যাব না
         জীবনে কোনোদিনই।।
এপারে ঘর।
     ওপারে ঘর।
          মধ্যে কঠিন দেয়াল।
ভোজের পাত
     পেতে রেখেছে
          ধুরন্ধর শেয়াল।
শুকনো মুখে
     বলেন মা, ‘কী
          পেলাম বল দিনি?
ভুলে যাই নি।
    ভুলে যাব না
         জীবনে কোনোদিনই।।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)