১৯৪১ সাল (কবিতা) – সুকান্ত ভট্টাচার্য 1941 Sal poem by Sukanta

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

১৯৪১ সাল (কবিতা) - সুকান্ত ভট্টাচার্য 1941 Sal poem by Sukanta Bhattacharya

 

নীল সমুদ্রের ইশারা—

অন্ধকারে ক্ষীণ আলোর ছোট ছোট দ্বীপ,

আর সূর্যময় দিনের স্তব্ধতা;

নিঃশব্দ দিনের সেই ভীরু অন্তঃশীল

মত্ততাময় পদক্ষেপঃ

এ সবের ম্লান আধিপত্য বুঝি আর

জীবনের ওপর কালের ব্যবচ্ছেদ-ভ্রষ্ট নয়

তাই রক্তাক্ত পৃথিবীর ডাকঘর থেকে

ডাক এল—

সভ্যতার ডাক

নিষ্ঠুর ক্ষুদার্ত পরোয়ানা

আমাকে চিহ্নিত ক’রে গেল।

আমার একক পৃথিবী

ভেসে গেল জনতার প্রবল জোয়ারে।

মনের স্বচ্ছতার ওপর বিরক্তির শ্যাওলা

গভীরতা রচনা করে,

আর শঙ্কিত মনের অস্পষ্টতা

ইতস্ততঃ ধাবমান।

নির্ধারিত জীবনেও মাটির মাশুল

পূর্ণতায় মূর্তি চায়;

আমার নিষ্ফল প্রতিবাদ,

আরো অনেকের বিরুদ্ধে বিবক্ষা

তাই পরাহত হল।

কোথায় সেই দূর সমুদ্রের ইশারা

আর অন্ধকারের নির্বিরোধ ডাক!

দিনের মুখে মৃত্যুর মুখোস।

যে সব মুহূর্ত-পরমাণু

গেঁথেছিল অস্থায়ী রচনা,

সে সব মুহূর্ত আজ

প্রাণের অস্পষ্ট প্রশাখায়

অজ্ঞাত রক্তিম ফুল ফোটে।।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।