উর্বশী (আমি নহি পুরূরবা) – বিষ্ণু দে

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

আমি নহি পুরূরবা। হে উৰ্বশী,

ক্ষণিকের মরঅলকায়

ইন্দ্রিয়ের হর্ষে, জান। গড়ে তুলি আমার ভুবন?

এসো তুমি সে ভুবনে, কদম্বের রোমাঞ্চ ছড়িয়ে।

ক্ষণেক সেখানে থাকো,

তোমার দেহের হায় অন্তহীন আমন্ত্রণবীথি

ঘুরি যে সময় নেই—শুধু তুমি থাকো ক্ষণকাল,

ক্ষণিকের আনন্দআলোয়

অন্ধকার আকাশসভায়

নগ্নতায় দীপ্ত তনু জ্বালিয়ে জ্বালিয়ে যাও

নৃত্যময় দীপ্ত দেয়ালিতে।

 

আর রাত্রি, রবে কি উৰ্বশী,

আকাশের নক্ষত্রআভায়, রজনীর শব্দহীনতায়

রাহুগ্রস্ত হয়ে রবে বাহুবন্ধে। পৃথিবীর নারী

পরশ-কম্পিত দেহ সলজ্জ উৎসুক?

আমি নহি পুরূরবা, হে উৰ্বশী,

আমরণ আসঙ্গলোলুপ, আমি জানি আকাশ-পৃথিবী

আমি জানি ইন্দ্ৰধনু প্রেম আমাদের।

 

১৯২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।