Purnima kobita Nabanita Devsen : পূর্ণিমা – নবনীতা দেবসেন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
দেখেছি গঙ্গায় আমি ব্যর্থ এক উঁদ ডুবে যেতে।
যদিও বজরা ভ’রে প্রেমিকের কল্লোল স্বনিত 
তারাদের নাভিশ্বাস, সকালের আলাের গুঞ্জন 
সব ধ্বনি গ্রাস করে চাঁদ শুধু শব্দময় হলাে।
সারারাত্রি সারারাত আকাশের বিলােল প্রাসাদে 
স্বপ্নচারী শুভ্রচাদ সময়ের সঙ্গীত শুনেছে 
তারপর তমােহীন স্বপ্নহীন পরিচ্ছন্ন ভােরে 
অকস্মাৎ আত্মদ্রষ্টা বীতস্পৃহ সন্ন্যাসীর মতাে

অনুদ্বিগ্ন পূর্ণচাদ শূন্যহাতে নেমে গেলাে জলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)