সাক্ষাৎকার আবার সাক্ষাৎকার (১) – প্রভাত চৌধুরী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
পাথরের গ্লাস আমাকে জানিয়েছিল- কুয়োর গভীরে একটা নির্জন
 চৈত্রমাস শুয়ে আছে। পাথরের গ্লাস আরো জানিয়েছিল,
 একধরনের পাখি আছে – যাদের ডানায় কোনো পালক নেই।
 নির্জন চৈত্রমাস এবং পালকবিহীন পাখি কীভাবে একই কয়েয় ?
 তা তাে তার জানার কথা নয়,
তবে পাথরের গ্লাসের অগভীর জলে যদি ফালুন মাসের
 কোনাে একটি তারিখ লুকিয়ে থাকত, তাহলে দুবুরি নামিয়ে
দেখতাম, তার ডানায় কোনাে পালক আছে কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।