Rabindranath Tagore Love Poems Bandi – বন্দী – রবীন্দ্রনাথ ঠাকুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Rabindranath Tagore Love Poems

Rabindranath Tagore Love Poems - বন্দী - রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেমের কবিতা)


দাও খুলে দাও, সখী, ওই বাহুপাশ-
চুম্বনমদিরা আর করায়াে না পান।
কুসুমের কারাগারে রুদ্ধ এ বাতাস-
ছেড়ে দাও, ছেড়ে দাও বদ্ধ এ পরান ।
কোথায় উষার আলাে, কোথায় আকাশ ,
এ চির পূর্ণিমারাত্রি হােক অবসান ।
আমারে ঢেকেছে তব মুক্ত কেশপাশ,
তােমার মাঝারে আমি নাহি দেখি ত্রাণ ;
আকুল অঙ্গুলিগুলি করি কোলাকুলি
গাঁথিছে সর্বাঙ্গে মাের পরশের ফাঁদ ।
ঘুমঘোরে শূন্য-পানে দেখি মুখ তুলি –
শুধু অবিশ্রামহাসি একখানি চাঁদ ;
স্বাধীন করিয়া দাও, বেঁধাে না আমায়-
স্বাধীন হৃদয়খানি দিব তব পায় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)