Kon deshe (Kon deshete torulota) kobita কোন্ দেশে কবিতা – সত্যেন্দ্রনাথ দত্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kon deshe (Kon deshete torulota) kobita কোন্ দেশে কবিতা - সত্যেন্দ্রনাথ দত্ত

 

Bangla Kobita, Kon deshe (Kon deshete torulota) written by Satyendranath Dutta বাংলা কবিতা, কোন্ দেশে (কোন্ দেশেতে তরুলতা) লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত

 

কোন্ দেশেতে তরুলতা

সকল দেশের চাইতে শ্যামল?

কোন্ দেশেতে চলতে গেলেই

দলতে হয় রে দুর্বা কোমল?

কোথায় ফলে সোনার ফসল,

সোনার কমল ফোটে রে?

সে আমাদের বাংলাদেশ,

আমাদেরই বাংলা রে!

 

কোথায় ডাকে দোয়েল শ্যামা

ফিঙে গাছে গাছে নাচে?

কোথায় জলে মরাল চলে,

মরালী তার পাছে পাছে?

বাবুই কোথা বাসা বোনে

চাতক বারি যাচে রে?

সে আমাদের বাংলাদেশ

আমাদেরই বাংলা রে!

 

কোন্ ভাষা মরমে পশি

আকুল করি তোলে প্রাণ?

কোথায় গেলে শুনতে পা‌’বো

বাউল সুরে মধুর গান?

চন্ডীদাসের রামপ্রসাদের

কন্ঠ কােথায় বাজে রে?

সে আমাদের বাংলাদেশ,

আমাদেরই বাংলা রে!

 

কোন্ দেশের দুর্দশায় মোরা

সবার অধিক পাই রে দুখ?

কোন্ দেশের গৌরবের কথায়

বেড়ে ওঠে মোদের বুক?

মোদের পিতৃপিতামহের

চরণধূলি কোথায় রে?

সে আমাদের বাংলাদেশ,

আমাদেরই বাংলা রে!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)