Baba bujhi elo kobita lyrics বাবা বুঝি এলো কবিতা গিরীন্দ্রমোহিনী দাসী

পুজোর ছুটি পাঠশালাটি
ঘুমিয়ে আছে পড়ে,
গুটি কতক চড়াই কেবল
এধার ওধার ওড়ে।
চল্ সবে ভাই বাগানে যাই
মধুর সকাল বেলা,
পাতার নাকে ঝুলছে শিশির
‘রানীর’ নোলক দোলা;
দেখ ভাই দেখ গেছে ছেয়ে
শিউলি গাছের মূল।
দয়া করে’ গাছটি মোদের
ঢেলে দেছে ফুল।
ফুল নে গেলে হাসবে ‘রাণী’
দেবো আঁচল ভরে’—
সারা দিন সে গাঁথবে মালা
বোঁটা গুলি ধরে’।
কিসের আওয়াজ কিসের আওয়াজ
রেলের উপর চল—
পূজার ছুটি এই গাড়ীতে
বাবা বুঝি এলো।