Maramari kobita Promod Basu মারামারি কবিতা – প্রমোদ বসু

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Maramari kobita Promod Basu মারামারি কবিতা - প্রমোদ বসু

 

Bangla Chotoder Kobita, Maramari written by Promod Basu বাংলা ছোটদের কবিতা,  মারামারি লিখেছেন প্রমোদ বসু

 

দাদা আমায় মারলে পরে

দিদি ভীষণ বকে।

দিদির শাসন দেখলে বাবা

কান মুলে দেন তাকে।

দিদির কান্না শুনে তখন

রান্নাঘরে যিনি

আঁচলে চোখ আগলে রেখে

কাঁদেন, তাঁকে চিনি –

 

সারাটা দিন সামলে রাখেন

মস্ত পরিবার।

নিজের দিকে মুখ ফেরানোয়

গরজ নেই তাঁর।

সবার দিকে সমান নজর,

সমান দায়ভার।

তিনি আছেন- এই কথাটা

বোঝে না সংসার !

কোনও কিছুর জন্যে যে তাঁর

নেই সামান্য দাবি।

যদিও তাঁর আঁচল- বন্দি

গেরস্থালির চাবি।

 

সবার জন্যে আছেন তিনি

সারা জীবনকাল,

রাত্রি তাঁর স্নেহেই হয়

ফুটফুটে সকাল।

 

তাঁর স্বপ্নে আমরা থাকি ,-

আমরা মানুষ হলে

সাধ পূরণের আনন্দ তাঁর

জীবন ঢেউ তোলে।

 

সেই স্বপ্ন সত্যি হবে ?

আমরা কি তা পারি –

দাদা যদি মারে আমায়

আমিও যদি মারি ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)