তুমি কেমন গো (প্রেমের কবিতা) – মলয় রায়চৌধুরী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তুমি কেমন গো

তোমার কবিতা যেন কেমন-কেমন

এরকম লেখো কেন

ভালো কবিতা লিখতে পারো না

অন্য সবাই যেমনটা লেখে ?

জিগ্যেস করল তরুণী

 

বললুম : এরকম মানে ?

 

এরকম মানে কেমন যেন বাউল বাউল

দেহতত্ব তোমার কবিতা জুড়ে

রসে রসে টুপটুপে

সেই প্রথম থেকেই লিখছ এই রকম কবিতা

কেন গো ?

জিগ্যেস করল তরুণী

 

বললুম : বাউল বাউল মানে

বাউলদের তো সঙ্গিনী দরকার হয়।

তাছাড়া কেমন করেই বা দেহতত্ত্বের গান লিখব

সঙ্গিনীই তো নেই

এই বুড়ো বয়সে কেই বা হতে চাইবে সঙ্গিনী ?

 

মেয়েটি বলল : কেন, আমি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।