Dol kobita lyrics Rabindranath Tagore দোল কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Dol purnima Utshaber kobita 'Dol' lyrics Rabindranath Tagore দোল পূর্ণিমা উৎসবের কবিতা 'দোল' রবীন্দ্রনাথ ঠাকুর

 

Bangla Boshonto Utshaber Kobita, “Dol” lyrics written by Rabindranath Tagore বাংলা বসন্ত উৎসবের কবিতা, “দোল” লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

 

আলোকরসে মাতাল রাতে

বাজিল কার বেণু।

দোলের হাওয়া সহসা মাতে,

ছড়ায় ফুলরেণু।

অমলরুচি মেঘের দলে

আনিল ডাকি গগনতলে,

উদাস হয়ে ওরা যে চলে

শূন্যে-চরা ধেনু।

 

দোলের নাচে সে বুঝি আছে

অমরাবতীপুরে?

বাজায় বেণু বুকের কাছে,

বাজায় বেণু দূরে।

শরম ভয় সকলি ত্যেজে

মাধবী তাই আসিল সেজে,

শুধায় শুধু ‘বাজায় কে যে

মধুর মধু সুরে’।

 

গগনে শুনি একি এ কথা,

কাননে কী যে দেখি!

এ কি মিলনচঞ্চলতা

বিরহব্যথা এ কি!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)