Dosherar Chand Kobita By Ram Nath Chattopadhyay : দশেরার চাঁদ – রমানাথ চট্টোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

দশেরার চাঁদ দোল খেলো বাদাম গাছের প্রথম শাখায়।
আর তখনই
চতুর্দিকে দেববালকের হাতে অনিবার্য বেজে উঠল হাজার মাদল;
কাঠফুঁইয়ের খোঁপা থেকে টুপটাপ ঝরে পড়ল অজস্র কুসুম
তোমার মুখের মত নম্র । তারই সুগন্ধ নিয়ে বাতাস
আদি পুরোহিত ঝোপঝাড় মধ্যে জাগিয়ে দিলো । অতএব চল
সখি, এই তো সময়। অন্তরালে আমায় এবার
শুভ্র বস্ত্রখণ্ড দান কর দশেরার পবিত্র উৎসবে
হাত ধরে নিয়ে চলো দশ হাজার সুরসুন্দরীর
অবিরত ঢেউতোলা বৃত্তের প্রাঙ্গণে । এতকাল খেলেছি প্রখর ।
এবার ঈশ্বরী তুমি, আমার গোপন সিন্দুক ভেঙে
আমার সমস্ত কোমল রত্ব হাতে তুলে দাও
সেসব তোমারই ছন্দোময় জঙ্ঘায় পুষ্পাঞ্জলি দেব।
আমার শিথিল হাত তোমার কোমর ছুঁয়ে নিতম্বে লম্বিত হলে
আদিম প্রাণের ডাক বেজে উঠবে স্নায়ুর কোটরে
রক্তবিন্দু জলে উঠবে তরল স্পৃহায়
কিশোর-কিশোরী হয়ে চলে যাবো শিশুশালের বেড়া দেওয়া
কাগুন্দার ঝোপে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)