Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Bengali Poetry Chimte Manindra Gupta : চিমটে – মণীন্দ্র গুপ্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

ডাক্তারের চক্ষুষ্মান চিমটে তাড়া করেছে
আর অন্ধ ভ্রুন মায়ের ফ্লুইডে পিছু সরে সরে
কেবলই পালাতে চাইছে।

মায়ের ফ্লুইড! ভেবেছিলাম সেটা বুঝি ডংকাপেটা নিরাপদ আশ্রয়।
কিন্তু সেখানেও কেউ কারো না- আমার যমজ ভ্রুনটাও
আমার কেউ না। আমি ওকে সামনে ঠেলে দিয়ে
পিছনে পালাতে চাইছি।
আমাদের ঘিরে আছে মায়ের একটা খোলস-
সেই বিবৃত শ্লথ দেহ শীতের দুপুর ভরে তেলের আচার খায়,
চেটে চেটে পোড়া মাটি খায়, – তার চোখে আবেশ।

ঐ নির্বোধ গাভিন আবেশই বুঝি মাতৃত্ব !
আজ কত সহযে ঐ মাতৃত্ব ছিঁড়ে, গর্ভে ঢুকেছে
চক্ষুষ্মান চিমটে-
পালাতে পালাতে ভ্রুন শেষদেয়ালে এসে ঠেকেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)