Hat poem by Jatindranath Sengupta হাট কবিতা – যতীন্দ্রনাথ সেনগুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Hat kobita Jatindranath Sengupta হাট কবিতা - যতীন্দ্রনাথ সেনগুপ্ত

 

দূরে দূরে গ্রাম দশ-বারোখানি, মাঝে একখানি হাট,

সন্ধ্যায় সেথা জ্বলেনা প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট।

বেচা কেনা সেরে বিকেল বেলায়

যে যাহা সবে ঘরে ফিরে যায়;

বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ;

দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দীপ-আঁধারেতে থাকে হাট।

 

নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত বকের পাখে;

মদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুড়-শাখে।

হাটের দোচালা মুদিল নয়ান,

কারো তরে তার নাহি আহ্বান,

বাজে বায়ু আসি বিদ্রুপ-বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে;

নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে।

 

দিবসেতে সেথা কত কোলাহল চেনা-অচেনার ভীড়ে ;

কত না ছিন্ন চরণচিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে।

মাল চেনাচিনি, দর জানাজানি,

কানাকড়ি নিয়ে কত টানাটানি;

হানাহানি ক’রে কেউ নিল ভ’রে, কেউ গেল খালি ফিরে।

দিবসে থাকে না কথার অন্ত চেনা-অচেনার ভিড়ে।

 

কত সে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেথা ;

ওপারের লোক নামালে পসরা ছুটে এপারের ক্রেতা।

শিশির-বিমল প্রভাতের ফল,

শত হাতে সহি’ পরখের ফল-

বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা।

হিসাব নাহি রে-এল আর গেল কত ক্রেতা-বিক্রেতা।

 

নূতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা;

দিবসরাত্রি নূতন যাত্রী, নিত্য নাটের খেলা

খোলা আছে হাট মুক্ত বাতাসে

বাধা নাই ওগো-যে যায় যে আসে,

কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা।

উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা॥

 

One comment

  1. অপূর্ব সুন্দর দ্বার্থক পূর্ণ এই হাট কবিতা।‌ যা কিনা জীবন হাটের সঙ্গে অদ্ভূত ভাবে মিলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।