Porichoy Poem Lyrics Taslima Nasrin : পরিচয় – তসলিমা নাসরিন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

 

তাকে আমি যতটুকু ভেবেছি পুরুষ
ততটুকু নয়,
অর্ধেক ক্লীব সে
অর্ধেক পুরুষ।

একটা জীবন যায়
মানুষের সাথে শুয়ে বসে কতটুকু চেনা যায় প্রকৃত মানুষ?
এতকাল ভেবেছি যেমন ।
যাকে ঠিক যতখানি সঠিক জেনেছি
সে তার কিছুই নয়, যাকে চিনি
আসলে সবচে’ বেশি আমি চিনি না তাকেই।

যতটুকু তাকে আমি ভেবেছি মানুষ
ততটুকু নয়,
অর্ধেক পশু সে
অর্ধেক মানুষ।

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)