
Sobder jhornay snan kobita : শব্দের ঝর্ণায় স্নান – শক্তি চট্টোপাধ্যায়
শব্দের ঝর্ণায় স্নান করে ওরা, আকাশের নিচেকালো পাথরের কোলে জল ও দুধের শব্দ ঝরে পড়ে, ছিন্নভিন্ন ফেনাকোটরে হৃদয়ে জমে, স্থিরচিত্র বিংশশতাব্দীরতরুণ কবির রক্ত, স্মৃতি, মেধা, তছনছ সংসারবিষের মতন বদ্ধ শব্দ আসে মুক্তস্রোত থেকেসেখানে সে-গর্তে ওঠে শরবন, ভাসে গুঁড়ো পানাপ্রতিষ্ঠান এইভাবে…
