শেষ চিঠি – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
সময় বোঝাতে কোন অজানা স্টেশনে প্রেম দু’বার দাঁড়ায়?
যেখানে অনেকে নেই, তোমার চশমার কাচ মুছে দিতে গিয়ে
চোখ দেখা হয়েছিল। আজ সেই রাতভ’র চোখ মনে এলে,
সব কষ্ট একসঙ্গে মনে পড়ে, মনে পড়ে তোমার বুকের
জলপদ্মদুটি কত দুঃখ লেগে তবে গন্ধ ফিরিয়ে নিয়েছে
যেন সে-গন্ধের নীচে ডুবে মরে গেছে চোখ, অন্ধ হয়ে গিয়ে
আমি আজ ফিরে যাচ্ছি। অজানা স্টেশন থেকে ফিরে যাচ্ছি। কাল
এই মুক্তি এনে দেবে নতুন বন্ধন, তুমি ভালবেসে নিও—