কেয়া – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

রুমালের শেষপ্রান্তে তোমার সুবাসটুকু ধরে রাখি, কেয়া

তোমার কোলের কাছে আমার বন্ধুকে আমি প্রেমিক পেলাম।

দেহাতি গঠন আর চান্দি টিপ মনে থাকবে, মনে থাকবে দেখা,

যে-দেখা গাছের নীচে শান্তিমতো কবিতার কাঁকর কুড়নো,

ভরদুপুরের ট্রাম যে-দেখার পাশ দিয়ে ক্লান্তি ফিরি করে

আর যে-দেখার সঙ্গে বাড়ি ফিরে কান্না ছিল, সেইভাবে চেয়ে

দেখেছি নতুন করে রাতজাগা, বালিশের ভরাট আদরে

দেখেছি আকাশে কোনও তারা নেই ছোট্ট একটা নাকছাবি ছাড়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।