Tafat kobita lyrics Srijato তফাত কবিতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kobita, Tafat written by Srijato Bandopardhyay  বাংলা কবিতা, তফাত লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

 

সব সাজানো। মিথ্যে কথা।

সব চরিত্র কাল্পনিক।

ওপার থেকে একই দেখায়

যাদবপুর আর শালবনি।

 

কীসের দাবি, সঠিক কিনা

হতেই পারত অন্যথা।

তার বদলে গা-জোয়ারি।

তর্ক ছেড়ে বন্যতা।

 

অলিন্দ এক​। রং পাল্টায়

বাহিরে আর অন্দরে

ক্ষমতা সেই লোহার চাকু

না-চমকালেই জং ধরে।

 

সব সাজানো। মিথ্যে কথা।

আমি জানি সত্যিটা।

হাড় ভেঙে যাক অন্ধকারে

নিটোল থাকুক বক্তৃতা।

 

বানায় কারা নিয়ম কানুন

শানায় কারা আক্রমণ

শরীর যদি ভাঙল তবু

সজাগ হ​য়েই থাকল মন।

 

হ​য় যদি হোক আবার চাবুক

যায় যদি যাক লোক ভেসে

তবুও মুঠো শক্ত হবেই

গর্জে ওঠার অভ্যেসে।

 

মানুষ থেকেই মানুষ আসে

বিরুদ্ধতার ভিড় বাড়ায়

আমরা মানুষ, তোমরা মানুষ

তফাত শুধু শিরদাঁড়ায়।

 

Tafat kobita lyrics Srijato - তফাত - কবিতা - শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)