Boshonter Chithi poem Lyrics বসন্তের চিঠি কবিতা – শ্রীজাত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Boshonter Chithi Kobita Lyrics বসন্তের চিঠি কবিতা - শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

 

বসন্ত এসেছে। আমার শহর ভীষণ একলা এখন

দূর থেকে আজ কে বুঝবে তার চোখের কোণে জল না ধুলাে

হাওয়ায় উড়ছে শুকনাে পাতা, পায়ের ছাপও থাকছে না আর

আস্তে-আস্তে ঝাপসা হচ্ছে ভালােবাসার রাস্তাগুলাে

 

তবুও কথা জমছে। কথার নাম জানি না, মানে বুঝি না

টেলিগ্রাফের তারের উপর শালিক বসেছে জোড়ায় জোড়ায়

দুপুর রােদ্দুরে মুখে মুখােশ এঁটে ঘুরে বেড়াই

রাতে বুকের মধ্যে কারা দাঙ্গা করে, টায়ার পােড়ায়…

 

সেই সঙ্গে ঘুম আসে আর ঘুমের মধ্যে স্বপ্ন ঢােকে

স্বপ্নে আমি মাথা ঝাকাই স্বভাবসুলভ অবাধ্যতায়

হারিয়ে যাওয়া বন্ধুদের মুখের আদল ভাসে তখন

ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়ি, মন খারাপের সময় কোথায়

 

অথচ এই খারাপ মনে বেঁচে থাকার ইচ্ছে দারুণ

কে জানে এই চিঠি লিখছি কীসের টানে, কোন গরজে

বয়স যেন পাহাড়ি পথ, খাদের নীচে পড়ার সময়

পলকা আমার শরীর শুধু শরীর, তুমুল শরীর খোঁজে

 

ওই ঠোঁটে ঠোঁট রাখবাে ভাবি। লাগবে কি এক শতাব্দীকাল?

তাের কপালে সিঁদুরে মেঘ, আমার হাতে কাপাস তুলাে

শিগগিরি আয়। এই বসন্তে আমার শহর একলা ভীষণ

আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালােবাসার রাস্তাগুলাে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।