Buro volano chora kobita lyrics বুড়ো-ভোলানো ছড়া – বিষ্ণু দে
আয় বৃষ্টি হেনে,
ছাগল দেবো মেনে,
বোমা যাবে ডুবে
ডাকাতের দল উবে।
সুন্দর বনে ভীষণ বাঘ
তাদের চোখে দেশের রাগ
নখে তাদের বেজায় ধার,
খাঁড়ার মতোই দাঁতের সার।
আয় বৃষ্টি হেনে,
ধান বিছালি মেনে
জবাব দেব বোমায়
ডাকাত যেথায় ঘুমায়।
মরা গাঙেও যা কুমির,
নৌকা হবে চৌচির,
গোখরো সাপের দেশ রে ভাই
মারবে শেষে ফণার ঘা-ই।
আয় বৃষ্টি হেনে,
চরকা দেব মেনে,
বোমা যাবে ফেঁসে
এ দেশ সর্বনেশে।
সূর্য আছে অগ্নিবাণ
হিমালয়ের কঠিন গান,
সাগরঘেরা বালির বাঁধ,
তাতের দড়ি চোখের চাঁদ।
আয় বৃষ্টি হেনে,
পরমায়ু দিই মেনে
কামান দাগার বাজে
চোরা পালায় লাজে।
উড়ো জাহাজের নোঙর তোল্,
ডাকাত ডিঙির ফাটুক খোল,
এগিয়ে চলি হুঁশিয়ার
তিরিশি কোটির হাতিয়ার!
দুনিয়া দেখে অবাক আজ
তিরিশ কোটি তীরন্দাজ,
সঙ্গে আছে নানান দেশ,
ঘরের খেয়ে বনেই শেষ।
ঘরের ছেলে ঘরেই যা,
দো-দো-আনা ভাত ঘরেই খা।
ছ’ পণ ছ’ কুড়ি
নিয়ে পালায় বুড়ি।
বৃষ্টি আসে হেনে,
সব দিয়েছি মেনে।।