
Sob peyechir deshe kobita সব পেয়েছির দেশে কবিতা সুনির্মল বসু
গল্প না ভাই, কল্পনা নয়, স্বপন-বুড়ো এসে আমায় নিয়ে উধাও হোলো সব-পেয়েছির দেশে। স্বপন-বুড়োর লম্বা দাড়ি, পোষাকটি তার রং-বাহারী, আমায় নিয়ে দিচ্ছে পাড়ি হাল্কা-হাওয়ায় ভেসে; সব-পেয়েছির দেশে রে ভাই, সব-পেয়েছির দেশে। স্বপন-বুড়ো, রসিক-চূড়ো নিদ্-মহলের রাজা, থুরথুরে তার শরীর…




