ভয় (বট আর অশথের ছায়াঘন কালো ভয়গুলি) – বিষ্ণু দে

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

বট আর অশথের ছায়াঘন কালো ভয়গুলি

পথের উপরে পড়ে আমাদের প্রতি পদক্ষেপে।

চাঁদ হল দূর থেকে আলোর ইশারা,

অন্ধকার মুখোমুখি হাতছানি দেয় আমাদের।

রাত্রি আজ স্তব্ধতার দিঘি,

তার উপরে রাত্রির শব্দেরা

অবিরত পড়ে টুপটাপ।

 

অন্যমনে

চলেছি দুজনে

—অকস্মাৎ ডাকলে আমায়,

দু’হাত ছড়িয়ে দিলে—

ভয়ের আবেগে ছেঁড়া তোমার সে নির্ভরের দান

চিরজীবী নোগে আমার।

 

১৯৩২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।