Koto kotha chilo kobita lyrics কত কথা ছিল কবিতা – কাজী নজরুল ইসলাম
Bangla Kobita, Koto kotha chilo written by Kazi Nazrul Islam বাংলা কবিতা, কত কথা ছিল লিখেছেন কাজী নজরুল ইসলাম
কত কথা ছিল বলিবার, বলা হল না।
বুকে পাষাণসম রহিল তারই বেদনা।
মনে রহিল মনের আশা,
মিটিল না প্রাণের পিপাসা,
বুকে শুকাল বুকের ভাষা
মুখে এল না॥
এত চোখের জল এত গান,
এত সোহাগ আদর অভিমান
কখন যে হল অবসান
বোঝা গেল না॥
ঝরিল কুসুম যদি হায়,
কেন স্মৃতির কাঁটাও নাহি যায়,
বুঝিল না কেহ কারও মন
বিধির ছলনা।
[উক্ত গীতিকবিতা বা নজরুল গীতিটি কবির “গুল বাগিচা” গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।]