Pother majhe kobita Narendra Deb পথের মাঝে কবিতা নরেন্দ্র দেব

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Pother majhe kobita Narendra Deb পথের মাঝে কবিতা নরেন্দ্র দেব

 

Bangla Kobita, Pother majhe (Beriye jokhon porechi vai) written by Narendra Deb বাংলা কবিতা, পথের মাঝে (বেরিয়ে যখন পড়েছি ভাই) লিখেছেন নরেন্দ্র দেব

 

বেরিয়ে যখন পড়েছি ভাই

থামলে তো আর চলবে না,

হিমালয়ের বরফ জেনো

ঘামবে তবু গলবে না।

 

সামনে চেয়ে এগিয়ে চলো

ভয় পেওনা বাদলাতে,

পয়সা যদি ফুরিয়ে থাকে

চালিয়ে নেব আধ্লাতে।

 

উপোস করে’ চলব তবু

কিছুর ভয়ে টলবো না,

মনের কথা লুকিয়ে মুখে

শত্রুকে আর ছলব না।

 

বিঁধছে কাঁটা? ফুটছে কাঁকর?

ফুটুক তবু ছুটব হে,

ইন্দ্রদেবের স্বর্গটাকে

সবাই মিলে লুটব হে।

 

চাঁদের ঘরে কী ধন আছে

উটকে চলো দেখবো রে,

ধাক্কা দিয়ে তারায় তারায়

সূর্যে গিয়ে ঠেকব রে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)