Durshopne ekdin kobita Shamsur Rahman দুঃস্বপ্নে একদিন – শামসুর রহমান

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Durshopne ekdin kobita Shamsur Rahman দুঃস্বপ্নে একদিন - শামসুর রহমান

 

Bangla Kobita, Durshopne ekdin written by Shamsur Rahman বাংলা কবিতা, দুঃস্বপ্নে একদিন লিখেছেন শামসুর রহমান

 

চাল পাচ্ছি, ডাল পাচ্ছি, তেল নুন লাকড়ি পাচ্ছি,

ভাগ-করা পিঠে পাচ্ছি, মদির রাত্তিরে কাউকে নিয়ে

শোবার ঘর পাচ্ছি, মুখ দেখবার

ঝকঝকে আয়না পাচ্ছি, হেঁটে বেড়ানোর

তকতকে হাসপাতালি করিডর পাচ্ছি।

কিউতে দাঁড়িয়ে খাদ্য কিনছি,

বাদ্য শুনছি।

 

সরকারি বাসে চড়ছি,

দরকারি কাগজ পড়ছি,

কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি,

খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দু’বেলা

পার্কে যাচ্ছি, মাইক্রোফোনি কথা শুনছি,

ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি।

আপনারা নতুন পয়ঃপ্রণালী পরিকল্পনা নিয়ে

জল্পনা-কল্পনা করছেন,

কারাগার পরিচালনার পদ্ধতি শোধরাবার

কথা ভাবছেন (তখনো থাকবে কারাগারে)

নানা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, মাটি কাটছে ট্রাক্টর,

ফ্যাক্টরি ছড়াচ্ছে ধোঁয়া, কাজ হচ্ছে,

কাজ হচ্ছে,

কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি।

 

মধ্যে মধ্যে আমার মগজের বাগানের সেই পাখি

গান গেয়ে ওঠে, আমার চোখের সামনে

হঠাৎ কোনো রুপালি শহরের উদ্ভাসন।

দোহাই আপনাদের, সেই পাখির

টুঁটি চেপে ধরবেন না, হত্যা করবেন না বেচারীকে।

 

কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি,

খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দু’বেলা

 

পার্কে যাচ্ছি, মাইক্রোফোনি কথা শুনছি,

ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)