Boshonto bondona kobita lyrics বসন্ত বন্দনা কবিতা – নির্মলেন্দু গুণ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Boshonto bondona kobita lyrics বসন্ত বন্দনা কবিতা - নির্মলেন্দু গুণ

 

Bangla Kobita, Boshonto bondona written by  বাংলা কবিতা, বসন্ত বন্দনা লিখেছেন নির্মলেন্দু গুণ

 

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,

হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে

বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি

তবুও ফুটেছে জবা, -দূরন্ত শিমুল গাছে গাছে,

তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।

 

এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কী চঞ্চল শিহরণ,

মন যেন দুপুরের ঘূর্ণি-পাওয়া পাতা, ভালোবেসে

অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে মৃত্তিকার বুকে

নিমজ্জিত হতে চায়। হায় কী আনন্দ জাগানিয়া।

 

এমন আগ্রাসী ঋতু থেকে যতোই ফেরাই চোখ,

যতোই এড়াতে চাই তাকে দেখি সে অনতিক্রম্য।

বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্য খানি

নবীন পল্ববে, ফুলে ফুলে। বুঝি আমাকেও শেষে

গিলেছে এ খল-নারী আপাদমস্তক ভালোবেসে ।

 

আমি তাই লঘুচালে বন্দিলাম স্বরুপ তাহার,

সহজ অক্ষরবৃত্তে বাঙলার বসন্ত বাহার ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)