প্রত্যাবর্তন (আহা ষড়ঋতু! বনভবন!) – বিষ্ণু দে

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

(র‍্যাঁবো)

 

আহা ষড়ঋতু! বনভবন!

কোন সে চিত্ত নিস্খলন?

 

সুখ–তা ইন্দ্রজালবরে

আনি আমি প্রতি ঘরে ঘরে;

 

সম্ভাষি তাকে কলরবে

প্রভাতী শিখীরা ডাকে যবে।

 

তার নির্দেশে আজ যে যাই,

সব লিপ্সাই নিভেছে তাই।

 

সঁপে দিই তাকে শরীর মন—

পুরুষকার-ও সমৰ্পণ।

 

আহা ষড়্‌ঋতু! বনভবন!

 

১৯২৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।