
Chandangach kobita poem lyrics চন্দনগাছ কবিতা – শুভ দাশগুপ্ত
বেলা হল অনেক, রোদ্দুর ঢলেছে পশ্চিমে কলকাকলির পাখিরা ডানায় মেখেছে সিঁদুর। মা, আমি এবার ফিরতে চাই মা। ঝকঝকে মাঁজা কাঁসার গ্লাসে ঠাণ্ডা জল, সঙ্গে একটু বাতাসা, বৃষ্টি ধোয়া রাতে চালে ডালে খিচুড়ির মহাপ্রসাদ, জ্বরে অসুখে কপালে ঠাণ্ডা হাতের বরাভয়,…




